প্রিয়তমা মনে রেখো
Priyotoma mone rekho


কতো যে সাগর নদী

পেরিয়ে এলাম আমি

কতো পথ হোলাম যে পার

তোমার মতোন এত

অপরূপ সুন্দর কাউকেতো

দেখিনি গো আর।

প্রিয়তমা মনে রেখো

অনুপমা মনে রেখো


হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাস ফুল

উরে যায় আঁচল যে পোড়ে এলো চুল

হাওয়ায় হাওয়ায় দোলে ওই কাস ফুল

উরে যায় আঁচল যে পোড়ে এলো চুল

আলতা পায়ের আলতো ছোঁয়ায়

পথ চলো প্রিয়া যে আমার

অনেক দেখেছি তবুউ তোমার ও মুখে

খানি সাধ হয় দেখেছি গো আমার

তোমার মতোন এত

অপরূপ সুন্দর কাউকেতো

দেখিনি গো আর।

প্রিয়তমা মনে রেখো

অনুপমা মনে রেখো


সোনায় সোনায় মোরা নিল নিলাকাল

শান্ত দীখির জলে খেলে রাজ হাঁস

সোনায় সোনায় মোরা নিল নিলাকাল

শান্ত দীখির জলে খেলে রাজ হাঁস

কাজল চোখের মিষ্টি চাওয়া এ

ছবি আঁকো প্রিয়া যে আমার আয়।


অনেক দেখেছি তবু এ সবুজ বাংলাকে

সাধ হয় দেখি গো আবার

তোমার মতোন এতো

অপরূপ সুন্দর কাউকেতো

দেখিনি গো আর।

কতো যে সাগর নদী

পেরিয়ে এলাম আমি

কতো পথ হোলাম যে পার

তোমার মতোন এতো

অপরূপ সুন্দর কাউকেতো

দেখিনি গো আর।

প্রিয়তমা মনে রেখো

অনুপমা মনে রেখো

প্রিয়তমা মনে রেখো

অনুপমা মনে রেখো


2. জীবনের নাম যদিই – কুমার সানু

Jiboner naam Jodi – Kumar Sanu


জীবনের নাম যদিই রাখা হয় ভূল

স্মৃতির নাম তবে বেদনার ভূল

ভূল সবই ভূল

জীবনের নাম যদিই রাখা হয় ভূল

স্মৃতির নাম তবে বেদনার ভূল

ভূল সবই ভূল


যা কিছু পেয়েছি আমি তা আমার নয়

যা কিছু পেয়েছি আমি তা আমার নয়

চিঠি যেন এসে গেছে ভূল ঠিকানায়

খুজে পাওয়া যাবে না তো হারালো যে কূল

ভূল সবই ভূল


পাবে না তো খূজে কেউ আমারে খবর

মনের অনেক নিচে দিয়েছি কবর

যদি কেউ আসে তবে বোলো আমি নেই

যদি কেউ আসে তবে বোলো আমি নেই

চোখের জল আসবেই মনে পোড়লেই

ফুটেছে আমার বুকে ব্যথার বকুল

ভূল সবই ভূল

জীবনের নাম যদিই রাখা হয় ভূল

স্মৃতির নাম তবে বেদনার ভূল

ভূল সবই ভূল

ভূল সবই ভূল


3. ফুলের ছোঁয়া যদি লাগে
Phuler Chhnoa Jadi Lage 


[ফুলের ছোঁয়া

(ফুলের ছোঁয়া যদি লাগে

তোমার জানি কত লাগে)-২

(যদি আমি ছুঁয়ে দিই)-২

তবে জানি কী হবে?]-২

ফুলের ছোঁয়া

মনে মনে এত কিছু ঘটে,

জানা সে তো ছিলো না গো আগে

দূরে দূরে বসে আছি আমি

প্রাণে তবু ছোঁয়া কেন লাগে?

[যদি তুমি কাছে আসো]-২

তবে জানি কী হবে

ফুলের ছোঁয়া

[ফুলের ছোঁয়া যদি লাগে

তোমার জানি কত লাগে]-২

[ও যদি আমি ছুঁয়ে দিই]-২

তবে জানি কী হবে?

ফুলের ছোঁয়া

কিছু কিছু ভালোবাসা আছে

যারা কিছু খেলা খেলে চলে

ভীরু ভীরু কত ইশারা যে

চুপি চুপি কত কথা বলে

ও মুখে যদি তাকে বলো

মুখে যদি তাকে বলো

তবে জানি কী হবে?

ফুলের ছোঁয়া

[ফুলের ছোঁয়া যদি লাগে

তোমার জানি কত লাগে]-২

[যদি আমি ছুঁয়ে দিই]-২

তবে জানি কী হবে?

ফুলের ছোঁয়া

[ফুলের ছোঁয়া যদি লাগে

তোমার জানি কত লাগে]-২

ফুলের ছোঁয়া যদি লাগে

হ্যাঁ ফুলের ছোঁয়া যদি লাগে

[ফুলের ছোঁয়া যদি লাগে]-৪


অ্যালবাম: সুরের রজনীগন্ধা (২০০৩)

গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়

সুরকার: অরূপ প্রণয়

কণ্ঠ: কুমার শানু


…………………………..

[Phuler choa

(Phuler choa jodi laage

Tomar jaani koto laage)-x2

(Jodi aami chuye di)-x2

Tobe jaani ki hobe?]-x2

Phuler choa

Mone mone eto kichu ghote

Jaana se to chilo na go aage

Dure dure bose aachi aami

Prane tobu choa keno laage?

[Jodi tumi kaache aaso]-x2

Tobe jaani ki hobe?

Phuler choa

[Phuler choa jodi laage

Tomar jaani koto laage]-x2

[O jodi aami chuye di]-x2

Tobe jaani ki hobe?

Phuler choa

Kichu kichu bhalobasa aache

Jara kichu khela khele chole

Bhiru bhiru koto ishara je

Chupi chupi koto kotha bole

O mukhe jodi take bolo

Mukhe jodi take bolo

Tobe jaani ki hobe?

Phuler choa

[Phuler choa jodi laage

Tomar jaani koto laage]-x2

[Jodi aami chuye di]-x2

Tobe jaani ki hobe?

Phuler choa

[Phuler choa jodi laage

Tomar jaani koto laage]-x2

Phuler choa jodi laage

Ha phuler choa jodi laage

[Phuler choa jodi laage]-x4

Leave a comment

Trending